উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় কর্তৃক শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি বিরতণ, বিনামূল্যে পাঠ্যপুস্ত্তক বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, মাল্টিমিডিয়া ক্লাশরম্নম ব্যবহার নিশ্চিতকরণ ও শিক্ষক-কর্মচারী এমপিও- ভুক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে। ২০১৫-১৬ অর্থ বছরে মাধ্যমিক পর্যায়ে ৬৭৯৯জন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০৪২ জন, ২০১৬-২০১৭ অর্থ বছরে মাধ্যমিক পর্যায়ে ৯৬৬৩ জন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০০৫ ও ২০১৭-২০১৮ সালে মাধ্যমিক পর্যায়ে ১০২৬৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। ১৬০ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ, ২০২ জন শিক্ষককে পিবিএম প্রশিক্ষণ, ১৫৭ জন শিক্ষকে টিসিজি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১০ জন প্রতিষ্ঠান প্রধানকে বৈদেশিক প্রশিক্ষণ প্রদান করা হযেছে। মাধ্যমিক বিদ্যালয়ের (৬ষ্ঠ থেকে ৯ম) ও মাদ্রাসার (১ম থেকে ৯ম) ২০১৬ সালে ৫৬৪৪০০ জন শিক্ষার্থী ও ২০১৭ সালে ৬৪৭২৫০ জন ও ২০১৮ সালে ৬৫০৮৫০ শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপ্রস্ত্তক বিতরণ করা হয়েছে। ২০১৬ সালে ৮৫ টি শিক্ষা প্রতিষ্ঠান, ২০১৭ সালে ৯২টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০১৮ সালে ৭২টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম তদারকী করা হয়েছে। এমপিও বিকেন্দ্রীকরণ বাসত্মবায়ন ও এমপিও সংক্রামত্ম আবেদন বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ, শিক্ষা ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের প্রসারে সহায়তা প্রদান, ৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশরম্নম ব্যবহার নিশ্চিত করণের ব্যবস্থা নেয়া হয়েছে। ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ইলার্নিং সেন্টার স্থাপনে সহায়তা প্রদান ও মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। ৫২০ জন শিক্ষকের ডিজিটাল কনটেন্ট তৈরির প্রশিক্ষণ প্রদানে সহায়তা প্রদান, জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠান (গ্রীষ্মকালীন ও শীতকালীন) পরিচালনা, ২০১৬, ২০১৭ সালে ও ২০১৮সালে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন, ২০১৭ ও ২০১৮ সালের মাধ্যমিক ও দাখিল পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিচালনা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ গঠন, দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ প্রতিষ্ঠা, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা আয়োজন, ডিজিটাল উদ্ভাবনী মেলা, নিয়মিতভাবে পরিচানা করা হচ্ছে। এছাড়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়েছে। বর্তমানে শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন ও মুক্তপাঠ বাতায়ন, কার্যক্রম চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস